Close

সুজিত – কৌশানীর ‘বন্ধুত্বের হাত’

আনন্দ সংবাদ লাইভ: যারা গান ভালোবাসে তাদের পছন্দের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ‘বন্ধুত্বের হাত’। গানের কথা ও সুর সুজিতের | কি বোর্ড প্রোগ্রামিং করেছে প্রনব।

বর্তমানে শিল্পীরা দুজনেই খুব ভাল কাজ করছে , সিনেমার গান, বেসিক গান ও নানাবিধ। কৌশানী প্রথম তার পরিচিতি অর্জন করেছিল Zee Bangla সা রে গা মা পা ও ‘মানবেন্দ্র’ পুরষ্কারে পুরষ্কিত হওয়ার এর মাধ্যমে ও সুজিতের প্রকাশ হয়েছিল সিনেমার গান , বেসিক গান, সিনেমার প্রচ্ছদ মিউজিক ও একজন ভাল মিউজিসিয়ন হিসেবে।

তাহলে শুনতে ভুলবেন না নতুন গান ‘বন্ধুত্বের হাত’ ।

Leave a Reply

0 Comments
scroll to top