নিজস্ব প্রতিনিধি:ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে এগোতেই গান সহ তার ভিডিও এলবাম তৈরির পরিকল্পনা,বর্তমানে গানের শুধু নয় শিল্পীদের ও টিকে থাকার একটা লড়াই চলছে সর্বত্র।মানুষের মধ্যে অতিমারীর ফলে একটা একাকীত্ব তৈরি হয়ে উঠছে ক্রমশ।আর মিউজিক থেরাপির দ্বারা মানুষ তাঁর বেঁচে থাকার রসদ কে খুঁজে পাওয়ার চেষ্টা করছে।তাই গানের বর্তমান একটা পজেটিভ দিক তৈরি হয়েছে,সেই প্রয়োজনকে অনেকটাই পূরণ করতে নব্বই দশকের গানের একটা নষ্টালজিক ফেভার নিয়ে গানের ডালি সাজিয়ে এস এম প্রোডাকশনের নিবেদনে রাগা মিউজিক থেকে নবাগতা সুজাতা মাঝি (সাভলি)-র একক হিন্দী গানের মিউজিক এলবাম”তুঝে ইয়াদো মে”র আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ২রা আগস্ট দক্ষিণ কলকাতার যোগেশ মাইম একাডেমি তে।সত্যম চ্যাটার্জির সংগীত পরিচালনা য় মোট পাঁচটি গানের ডালি নিয়ে এলবামের ভিডিও পরিচালনা করেন অমিতাভ ব্যানার্জী।সুচারু কণ্ঠের অধিকারী সুজাতার প্রয়াস শ্রোতাদের কাছে আশা করা যায় ভালোবাসা পাবে।
সত্যম চ্যাটার্জী তার শিল্প সৃষ্টিকে সুরের এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে উক্ত এলবামে সংগীত পরিচালনার দ্বারা।
নবীন শিল্পীদের নিয়ে গানের অভিনব এই প্রয়াস সকল সংগীত প্রেমীদের বিশেষ করে নতুনদের উৎসাহিত করতে সাহায্য করবে তা বলাই যায়।
গান লিখেছেন বিনয় ও আদর্শ কুমার।যে ভি এস মিউজিকের সহযোগিতায় এলবামের সার্বিক সহযোগিতা করেছেন রাগা মিউজিক।রাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ও দেখা যাবে।