Close

সাফায়ার ইভেন্ট মার্কেটিং-এর দশ বছর পূর্তি ও লোগো উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ বেহালা চৌরাস্তার খুব কাছে সাফায়ার ইভেন্ট মার্কেটিং ১০ বছর পূর্ণ হলো। সেই সঙ্গে হয়ে গেলো তাদের লোগো লঞ্চ। এইদিন ছিলো ১৫ ই আগস্ট। সকালে তাদের পতাকা উত্তলন করেন স্টার জলসায় চলা ভাগ্য লক্ষী, মীরা বাই আর অনুরাগের ছোঁয়ার অভিনেতা প্রাবন্ধি সিংহ রায়। পরে তিনি সাফায়ার ইভেন্ট মার্কেটিং ১০ বছর কেক কেটে উদযাপন করেন পাশাপাশি লোগো লঞ্চ করেন এই অভিনেতা। এক সাংবাদিক সম্মেলনে এই সাফাহার কোম্পানির অন্যতম কর্ণধার সায়ন্তী দাস রায় জানালেন আমরা সব ধরণের ইভেন্ট করে থাকি। তবে বিয়ে বাড়ি, জন্মদিন, পৈতে থেকে বিবাহ বার্ষিকী, অফিস পার্টি যাবতীয় ক‍্যাটারিং, ঘর সাজানো সব করে থাকি। যারা আমাদের বিভিন্ন ইভেন্ট করানোর জন্য বুকিং করবেন তাদের জন্য থাকবে বিভিন্ন সুবর্ণ সুযোগ। বিভিন্ন রকমারি সুস্বাদু খাবার আমরা পাটিতে পরিবেশন করি। আমার এই টিমে আছে ম্যানেজিং ডিরেক্টার জয়ব্রত দাস, সৌরভ শিকদার, মেঘনা সাহা, সৈয়দ আসিফ এবং অনিমেষ মন্ডল। এইদিন লোগো লঞ্চ ও ১০ বছরের জন্মদিন সেলিব্রেশন এ উপস্থিত ছিলেন মডেল শিল্পা চট্টোপাধ্যায়। অভিনেতা প্রাবন্ধি বললেন এই ধরণের ইভেন্ট মার্কেটিং কোম্পানি গুলো খুব ভালো কাজ করছে। যে কোনো অনুষ্ঠানের তারা সব দায়িত্ব তারা নিয়ে নিতে পারে। তাই আজকের বাস্ত জীবনে তাদের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত

Leave a Reply

0 Comments
scroll to top