Close

সাউথউন্ডস কমপ্লেক্সের পুজোর থিম সং প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:আবাসন সাউথউন্ডস কমপ্লেক্সের পুজো প্রথম শুরু হয় ২০১৮ সালে। এ বছর সেই পুজো চতুর্থ বর্ষে পদার্পন করছে।সেই উপলক্ষে এ বছরের পুজোর থিম সং মুক্তি পেলো গতকাল। ভিডিওটি সবার কাছে মুক্তি পেয়েছে।গানটি সুর করেছেন ও গেয়েছেন তুষার ঘোষ এবং লিখেছেন স্নিগ্ধা ঘোষ(মিষ্টি)। কাজটিতে সম্পূর্ণভাবে পাশে থেকেছেন সাউথউন্ডস পুজো ও কালচারাল কমিটি ২০২১ -এর সেক্রেটারী বিপ্লব গোস্বামী। পুজোর প্রেম, পুজোর সাজ, মায়ের আসার অপেক্ষা ও বিদায় বেলার কষ্ট সবটা মিলেই এই গান। আবাসনে এবার বিখ্যাত মুর্তিকার সনাতন রুদ্র পালের তৈরী মাতৃ মুর্তি পুজিত হতে চলেছে।
এবং আলোকসজ্জা আসছে বিখ্যাত চন্দননগর থেকে।পুজোর সমস্ত নিয়ম মেনে এবং বর্তমানে কেভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর আয়োজন হয়েছে। এবার পুজোতে মাকে আহবান জানান “বলো বলো দুগ্গা বলো” গানটা দিয়েই।
ছবি:বিশ্বজিত সাহা

Leave a Reply

Leave a comment
scroll to top