Close

সাইন প্রোডাকশন-এর উদ্যোগে সাইন কিডস অ্যাওয়ার্ড ২০২০

নিজস্ব প্রতিনিধি:সাইন প্রোডাকশনের পক্ষ থেকে সন্তু সিনহার উদ্যোগে একটি কিডস ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল অন লাইনে।ছোট্ট ছোট্ট শিশুরা মডেল র‍্যাম্প ওয়ালক করেভিডিও করে পাঠিয়েছিল সাইন প্রোডাকশনে।

সম্প্রতি সাইন প্রোডাকশন কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই ২৭ জন ছোট্ট শিশুদের হাতে অ্যাওয়ার্ড ও সাটিফিকেট তুলে দিয়ে তাদের প্রতিভাকে স্বীকৃতি জানালো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, সাইন প্রোডাকশনের কর্ণধার সন্তু সিনহা,অভিনেত্রী ও ডিজাইনার রেশমী বাগচী,গ্রূমার দেবাশীষ দলুই,সাংবাদিক অনুপ বর্ধন প্রমুখ। ছোটদের এই ফ্যাশন শো’র মিউজিক করেছেন পৃথিবী ব্যান্ডের অন্যতম গায়ক কৌশিক চক্রবর্তী। অতিথিরা ছোটদের হাতে সাইন কিডস অ্যাওয়ার্ড ও সাটিফিকেট পুরস্কার তুলে দেন।
ছবি:রাজীব মুখার্জী

Leave a Reply

0 Comments
scroll to top