Close

সলিল চৌধুরীর ৯৯ তম জন্মবার্ষিকীতে শিল্পী সংযুক্তা বেরার ‘পথে প্রান্তরে’ গানটি প্রকাশ পেল

নিজস্ব প্রতিবেদক:সংযুক্তা বেরা। বর্তমানে মুম্বাই নিবাসী হলেও অনেকটা সময় ধরে স্বকন্ঠে গাওয়া বিভিন্ন ধারার বাংলা গানের মধ্যে দিয়ে আমাদের হৃদয় ছুঁয়ে গেছেন। কিংবদন্তি সংগীত স্রষ্টা সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীর চৌকাঠে দাঁড়িয়ে একটু অন্যভাবে ‘সলিল স্মরণ’ করেছেন শিল্পী। সলিল চৌধুরীর ৯৯ তম জন্মবার্ষিকীতে শিল্পী সংযুক্তা বেরার গায়কীতে নতুনভাবে ‘পথে প্রান্তরে’ গানটি শ্রোতারা উপহার পেলেন। ২০০৮ সালে তাপস মজুমদার তৈরি করেন বাংলা চলচ্চিত্র একা একা। প্রখ্যাত সঙ্গীতকার অভিজিৎ বসু সলিল সঙ্গীতের ছায়ায় তৈরি করেন ‘পথে প্রান্তরে’ গানটি। এ গানে কন্ঠ দিয়েছিলেন অলক রায়চৌধুরী। প্রায় পনের বছর পর গানটি নতুনভাবে শ্রোতাদের দরবারে হাজির করেছেন শিল্পী সংযুক্তা বেরা এবং তাঁর সহশিল্পীরা। শিল্পীর অন্যতম সঙ্গীত শিক্ষাগুরু এবং এই গানের মূল শিল্পী শ্রী অলক রায়চৌধুরীর তত্ত্বাবধানে এবং অভিজিৎ বসুর অনুমতিক্রমে গানটি গেয়েছেন শিল্পী।সুরজিৎ দাস নতুনভাবে সংগীতায়োজন করেছেন, যা খানিকটা চ্যালেঞ্জিং ছিল বলে শিল্পীর অভিমত। এ গানের চলচ্চিত্রায়ন করেছেন পলাশ দাশ।

Leave a Reply

0 Comments
scroll to top