✍️By Ramiz Ali Ahmed
সরস্বতী পুজো মানেই বাংলার প্রেম দিবস।এই দিনেই মুক্তি পেল এনা সাহা এবং বনানী সাহা নিবেদিত জারেক এন্টারটেইনমেন্ট প্রযোজিত মিউজিক ভিডিও ‘তুমি আমি পাশাপাশি’।গানটি কম্পোজ করেছেন শোভন গাঙ্গুলি।গেয়েছেন শোভন গাঙ্গুলি এবং মেখলা দাসগুপ্ত।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুব্রত মন্ডল।অভিনয় করেছেন আর্য দাসগুপ্ত এবং অনুশা বিশ্বনাথন।দৃশ্যগ্রহন করেছেন অর্ণব গুহ।সম্পাদনা সুমন্ত সরকারের।মিউজিক ভিডিওটি শুনলে মন ছুঁয়ে যাবে।
গানটির লিঙ্ক রইলো আপনাদের জন্য