ইন্দ্রজিৎ আইচ: দীর্ঘ লকডাউনে সবুজ সাংস্কৃতিক কেন্দ্র ভারতের নাট্যজগতের খ্যাতনামা ১৫ জন নাট্য ব্যাক্তিত্বদের নিয়ে অন্তর্জালের মাধ্যমে একটি গবেষণা ধর্মী নাট্য আলােচনা থিয়েট্রিক্যাল টক প্রকাশ করলাে। দুটি ভাগে প্রকাশ পেলাে ‘থিয়েট্রিক্যাল টক। প্রথম ভাগে ছিলেন এস. এন.এ. পুরষ্কার প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ, ন্যাশানাল স্কুল অফ ড্রামা দিল্লীর শ্রী সৌতি চক্রবর্তী, শ্রী আশিষ দাস, শ্রী অভিক ভট্টাচার্য, শ্ৰী শুভজিং বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ভাগে ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লীর শ্ৰী সান্তনু বােস, কোচির খ্যাতনামা নাট্য নির্দেশক চন্দ্র দাস, শ্ৰী শুভদীপ গুহ (বিসমিল্লা খান পুরস্কার প্রাপ্ত), শ্ৰী প্রসেনজিৎ বর্ধন, শ্ৰীমতি সনজিতা, শ্ৰী অভি চক্রবর্তী, শ্ৰী দেবাশীষ দত্ত, শ্ৰী দেবব্রত ব্যনার্জী ও শ্ৰী রুদ্রপ্রসাদ চক্রবর্তী। এছাড়া ফেস টু ফেস অনলাইন আলােচনায় ভারতের ও বাংলাদেশের নানান নাট্যশিল্পীরা এসেছেন ও তাদের ভাবনা রেখেছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে ৩৩ জন নাট্য শিল্পী অংশগ্রহন করেন ফেস টু ফেস অনলাইন আলােচনায় । ‘থিয়েট্রিক্যাল টক’ ৩য় পর্বে আসছেন কাশ্মীর থেকে নাট্যব্যক্তিত্ব শ্রী বলবন্ত ঠাকুর, ন্যাশনাল স্কুল অফ ড্রামার শ্রীমতী অদিতি বিশ্বাস, পশ্চিমবঙ্গের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব শ্রী মনীষ মিত্র ও শ্রী দেবাশীষ রায়। সবুজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের এইবারের উদ্যোগ অন্তর্জালের মাধ্যমেই ছিল, নাটকের উপর গবেষনাধর্মী এমন কাজ সবুজ সাংস্কৃতিক কেন্দ্র ভবিষ্যতেও করে যাবে সবুজের নির্দেশক রাজেশ দেবনাথ কথা দিয়েছেন। এর মধ্যে বেশ কিছু এপিসােড পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আর্থিক সহায়তায় নির্মিত হয়।
সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের অন লাইন নাট্য সেমিনার
ইন্দ্রজিৎ আইচ: দীর্ঘ লকডাউনে সবুজ সাংস্কৃতিক কেন্দ্র ভারতের নাট্যজগতের খ্যাতনামা ১৫ জন নাট্য ব্যাক্তিত্বদের নিয়ে অন্তর্জালের মাধ্যমে একটি গবেষণা ধর্মী নাট্য আলােচনা থিয়েট্রিক্যাল টক প্রকাশ করলাে। দুটি ভাগে প্রকাশ পেলাে ‘থিয়েট্রিক্যাল টক। প্রথম ভাগে ছিলেন এস. এন.এ. পুরষ্কার প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ, ন্যাশানাল স্কুল অফ ড্রামা দিল্লীর শ্রী সৌতি চক্রবর্তী, শ্রী আশিষ দাস, শ্রী অভিক ভট্টাচার্য, শ্ৰী শুভজিং বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ভাগে ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লীর শ্ৰী সান্তনু বােস, কোচির খ্যাতনামা নাট্য নির্দেশক চন্দ্র দাস, শ্ৰী শুভদীপ গুহ (বিসমিল্লা খান পুরস্কার প্রাপ্ত), শ্ৰী প্রসেনজিৎ বর্ধন, শ্ৰীমতি সনজিতা, শ্ৰী অভি চক্রবর্তী, শ্ৰী দেবাশীষ দত্ত, শ্ৰী দেবব্রত ব্যনার্জী ও শ্ৰী রুদ্রপ্রসাদ চক্রবর্তী। এছাড়া ফেস টু ফেস অনলাইন আলােচনায় ভারতের ও বাংলাদেশের নানান নাট্যশিল্পীরা এসেছেন ও তাদের ভাবনা রেখেছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে ৩৩ জন নাট্য শিল্পী অংশগ্রহন করেন ফেস টু ফেস অনলাইন আলােচনায় । ‘থিয়েট্রিক্যাল টক’ ৩য় পর্বে আসছেন কাশ্মীর থেকে নাট্যব্যক্তিত্ব শ্রী বলবন্ত ঠাকুর, ন্যাশনাল স্কুল অফ ড্রামার শ্রীমতী অদিতি বিশ্বাস, পশ্চিমবঙ্গের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব শ্রী মনীষ মিত্র ও শ্রী দেবাশীষ রায়। সবুজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের এইবারের উদ্যোগ অন্তর্জালের মাধ্যমেই ছিল, নাটকের উপর গবেষনাধর্মী এমন কাজ সবুজ সাংস্কৃতিক কেন্দ্র ভবিষ্যতেও করে যাবে সবুজের নির্দেশক রাজেশ দেবনাথ কথা দিয়েছেন। এর মধ্যে বেশ কিছু এপিসােড পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আর্থিক সহায়তায় নির্মিত হয়।