Close

সবুজ পতাকা নাড়িয়ে বিএলএসএস ওয়াগন (স্পাইন কারস)-এর যাত্রা শুরুর সঙ্কেত দিল বিসিএল

৫ মার্চ ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে বিএলএসএস ওয়াগন (স্পাইন কারস) এর প্রথম যান – এর যাত্রা শুরুর সঙ্কেত দিল ‘ব্রেথওয়েট অ্যাণ্ড কোং লিমিটেড’ সংক্ষেপে ‘বিসিএল’ (BCL)।
‘বিসিএল’-এর তরফ থেকে জানানো হয়েছে, “কোলকাতার ক্লাইভ কাজ করার জন্য বিএলএসএস ওয়াগন (স্পাইন কারস)-এর নকশা, উন্নয়ন ও নির্মাণ করা হয়েছে।” ‘বিএলএসএস ওয়াগন (স্পাইন কারস)’-এর যাত্রারম্ভের সূচনা মুহুর্তে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন পিপাভাভ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড সংক্ষেপে ‘পিআরসিএল’ -এর ব্যাবস্থাপক নির্দেশক সঞ্জীব গর্গ। জিএটিএক্স ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক সৌরভ সুদ। এ পি মোল্লার -মায়ের্স্ক লাইন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর দক্ষিণ এশিয়ার ভূতল পরিবহন ও ট্রাকিঃ বিভাগের প্রধান জিতেন্দ্র কাপুর। ব্রেথওয়েট অ্যাণ্ড কোং লিমিটেড-এর মুখ্য ব্যাবস্থাপক নির্দেশক যতীশ কুমার। পিপাভাভ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড উপদেষ্টা (লজিস্টিক) রাজীবকুমার কোছার প্রমুখ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top