Close

সন্তোষপুর মনন-এর আয়োজনে নাট্যউৎসব ‘রঙ্গসৃষ্টি’

সন্তোষপুর মনন আয়োজিত তিনদিনব্যাপী নাট্যউৎসব ‘রঙ্গসৃষ্টি’ হয়ে গেল তপন থিয়েটারে।

নাটকের উদ্বোধন করেন নাট্যঅভিনেতা-নির্দেশক শ্রী মুরারী মুখোপাধ্যায় সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।তিনদিনব্যাপী এই নাট্যউৎসবে মোট ১১টি নাটক মঞ্চস্থ হয়।

‘তিমিরের খোঁজ’,’পশুপতি অপেরা’,’ফাঁস’,’আমি যা আমি তাই’,’সুভদ্রারা’,’শেষ সংবাদ’,’ভালোবাসা’, ‘পোষ্টমাস্টার’,’নৈঃশব্দ্য’- প্রত্যকটি নাটকই উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


নাট্যবিষয়ক আলোচনা ‘নির্মিত আড়ম্বর কি নাট্যের সম্পূর্ণতার উপর প্রভাব ফেলছে?’-সকলকে সমৃদ্ধ করে।আলোচনায় অংশগ্রহণ করেন-ডঃ গৌরব দাস,শুভজিত বন্দ্যোপাধ্যায়,শারন‍্য দে।

Leave a Reply

0 Comments
scroll to top