নিজস্ব প্রতিনিধি:সবাই যখন প্রিয় মানুষকে নানা রকম দামি উপহার দেন।তখন সঙ্গীতা সিনহা তার ছোট্ট বন্ধুদের উপহার দিলেন ডাকটিকিট! এক সময় নানা রকম হবির মধ্যে ডাক টিকিট সংগ্রহ যথেষ্ট জনপ্রিয় ছিল।পরবর্তী প্রজন্মের কাছে মোবাইল ফোনে গেমস খেলা,বিভিন্ন সোশাল কমিউনিটিতে ব্যস্ততা আমাদের সেই চেনা শৈশবকে কেড়ে নিয়েছে।হবি ঠিক কি,সেটা শুধুই যে সখের নয়,জ্ঞানেরও, এই প্রজন্মের স্কুল পড়ুয়াদের তা অনেকটাই অপরিচিত।সঙ্গীতা পরিচিত মডেল,সামনে তার রিকশাওয়ালা ছবির রিলিজও রয়েছে তার পাশাপাশি বর্ধমান শহরে তার লিটল অ্যান্জেল নামে প্রি স্কুলও রয়েছে।এদিন কলকাতার “স্নেহা”এর বাচ্ছাদের মাই স্ট্যাম্প এর সাথে পরিচয় করিয়ে দিলেন সঙ্গীতা।সার্বিক শিক্ষা যে শুধু বই পড়ে হয়না তা মানেন তিনি।সেই কারনেই বাচ্চাদের মনে ডাক টিকিট সংগ্রহ সম্পর্কে আগ্রহ বাড়াতে চান সঙ্গীতা।ডাকটিকিট সংগ্রহ এর মাধ্যমে নানা দেশ সম্পর্কে জানতে পাড়া আসলে বাচ্ছাদেরই সার্বিক বিকাশে সাহায্য করবে।সঙ্গীতা বলেন,” লিটল অ্যান্জেল এ ভালো পড়াশোনার পাশাপাশি সার্বিক উন্নতির দিকটাও ভাবা হয়।কলকাতায় স্নেহা এর বাচ্চারা ডাকটিকিট পেয়ে খুব খুশি।আজকের সময়ে দাঁড়িয়ে এটা তাদের কাছে এক অনন্য উপহার বটে।”