কেকা আইচ :দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে সম্প্রতি দুদিন ধরে অনুষ্ঠিত হলো ষষ্ঠ জাতীয় পুতুল নাটক উৎসব।পরিচালনায় ধুমকেতু পাপেট থিয়েটার।সহযোগিতায় ছিল সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার, নতুন দিল্লী।পুতুল নাটক উৎসব উপলক্ষে – বিভিন্ন স্কুলে পুতুল এর কর্মশালা ও বিভিন্ন স্থানে পরিবেশ স্বচ্ছতা ও সচেতনতার পুতুল নাটক, সেমিনার ও ভারতবর্ষের বিভিন্ন পুতুল নাচ শিল্পী গুলোকে নিয়ে পুতুল নাটক উৎসব হচ্ছে, গত ফেব্রুয়ারী ও মার্চ মাসে কর্মশালা ও সচেতনতার অনুষ্ঠান করা হয়েছিল। এরপর “কোভিড – ১৯” মহামারীর জন্য স্থগিত থাকার কারণে আবার সামাজিক দূরত্ব বজায় রেখে ধাপে ধাপে ষষ্ঠ জাতীয় পুতুল নাটক অনুষ্ঠিত হলো। তপন থিয়েটার এই দুদিন বিভিন্ন ঐতিহ্যবাহী এবং আধুনিক পুতুলের দলেরা পরিবেশন করলো তাদের প্রযোজনা এই দুইদিনব্যাপী অনুষ্ঠানের। প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী সুরেশ দত্ত ।প্রথমদিন পুতুল নাটক পরিবেশনা করে ধুমকেতু পাপেট থিয়েটার কলকাতা, বর্ধমান দ্যা পাপেটিয়ারস বর্ধমান, তাল বেতাল পাপেট থিয়েটার কলকাতা, বঙ্গ পুতুল দক্ষিন ২৪ পরগণা এবং দ্বিতীয়দিন পুতুল নাটক পরিবেশন করে ক্যালকাটা পাপেট থিয়েটার কলকাতা, ডলস থিয়েটার কলকাতা, সত্যনারায়ান পুতুল নাট্য সংস্থা দক্ষিন ২৪ পরগণা, রামপদ ঘোড়ই মেদিনীপুর ও রংতাল থিয়েটার হালিশহর।সব মিলিয়ে জমে উঠেছিল দুদিনের ষষ্ঠ ধূমকেতু পাপেট উৎসব ২০২০।