Close

শ্রীরামপুর গান মেলা


নিজস্ব প্রতিনিধি:৩রা ডিসেম্বর চতুর্থতম শ্রীরামপুর গান মেলা অনুষ্ঠিত হয়ে গেল।এখানকার গান মেলার শ্রষ্ঠা ডাঃ রতন সমাদ্দার ।যাদের নাম না বললে নয় তাঁরা হলেন অভিজিৎ ঘোষাল, পিউ পাপিয়া, অভিজিৎ চক্রবর্তী, সন্দীপ নন্দী, প্রনতী চক্রবর্তী এবং পরিবারের সকল শিল্পীর আন্তরিক প্রচেষ্টা।

এদিনের অতিথি ছিলেন পৌরপিতা শ্রী গিড়িধারী সাহা, সি আই সি শ্রী গৌরমোহন দে, সুরকার শ্রী রাজা চৌধুরী, লেখক ও পরিচালক শ্রী সঞ্জয় দাস ও গীতিকার, সুরকার ও পরিচালক শ্রী বাদল সরকার। ৪০জন সঙ্গীত শিল্পী ও ১৫জন যন্ত্র শিল্পীর অনবদ্য অনুষ্ঠান।

মনমুগ্ধকর মিষ্টি কন্ঠে শিশু শিল্পী বিতস্তা ঘোষ সকলের মন জয় করে। বাদল বাবুর কথায় আগামী বছর এই মেলা অনুষ্ঠিত হোক ময়দানে কয়েক দিন ব্যাপী। আবেদন রাখলেন মঞ্চে উপবিষ্ট প্রৌর পিতার কাছে। পৌরপিতা খেলাধুলার পাশাপাশি সঙ্গীত ও এই মেলা কে সুদূর প্রসারি করবেন।

বাদল বাবুর কথায় সভাপতি ডাঃ রতন সমাদ্দার সম্মতি জানান ও আগামী বছর এই মেলা চলবে ৭দিন ব্যাপী।

আজকের সমস্ত শিল্পীরা প্রতিশ্রুতি দেন তারা আছেন এবং থাকবেন
বাকী শ্রীরামপুরের সকল শিল্পীকে এক ছত্রছায় আসার অনুরোধ করেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top