Close

শুরু হচ্ছে রাজ্য স্বয়ংসিদ্ধা মেলা ২০২১

নিজস্ব প্রতিনিধি:মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন তথা স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে সারা রাজ্যের ১২৫ পৌরসভা ও পৌরনিগম এ ৬৮৫০০ স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে। আট লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় সাহায্য করা হয়!এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আর্থিক অনটনের মধ্যে রয়েছে।এই দপ্তরের প্রথম পদক্ষেপে পুজোর আগে অ্যাক্রপলিস মলে এবং বিভিন্ন জেলার মলে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জিনিস বিক্রির ব্যবস্থা করে খুব ভালো সাড়া পাওয়া গিয়েছিল।নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী মাননীয় শ্রী ফিরহাদ হাকিমের বিশেষ উদ্যোগে স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত পৌর এলাকার পিছিয়ে পড়া পরিবারের মহিলারা একত্রিত হয়ে স্বনির্ভর  দল গঠন করেছে এবং এইসমস্ত স্বনির্ভর দলের মহিলাদের স্বনিযুক্তি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিম্ন বিভাগে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। এছাড়াও বিভিম্ন সময়ে তারা তাদের উৎপাদিত সামগ্রী বিভিন্ন মেলায় বিক্রি করে থাকেন। কিন্তু গতবছর করোনা অতিমারীর পরিস্থিতে তাদের এই দ্রব্য বিক্রি এবং আর্থিক উপার্জন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ এবং তাদের আর্থিক  অবস্থা  আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। এই  পরিস্থিতিতে তাদের পাশে থাকার জন্য  মাননীয়  মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে রাজ্য নগরোন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় ১৪ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি রাজ্য স্বয়ংসিদ্ধা মেলার আয়োজন করা হয়েছে, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী,বিধাননগরে( দুপুর ২ টো থেকে রাত ৮:৩০টা )।
থাকছে ২৮৫ টা স্টল ,প্রায় ৯০০-১০০০ টা স্বনির্ভর গোষ্ঠী প্রতিনিধিত্ব করবে,প্রায় ১০,০০০ পরিবার উপকৃত হবে।থাকছে ফুড স্টল,কারিগর হাট, খ্যাতিমান শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সুডার অতিরিক্ত অধিকর্তা ও যুগ্ম সচিব শ্রীমতি শাওন সেন জানান,”কলকাতার বাইরেও জেলাভিত্তিক বিভিন্ন পৌরএলাকায়ও জেলা স্বয়ংসিদ্ধা মেলা চলছে। এই সমস্ত স্বনির্ভর দলের উৎপাদিত দ্রব্যের বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য তাদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিক্রয় করে  তাদের সহায়তা করাই আমাদের লক্ষ্য।এই মেলা সমস্ত রকম কোভিড গাইড লাইন মেনে করা হচ্ছে

Leave a Reply

0 Comments
scroll to top