আনন্দ সংবাদ লাইভ:শুটিং হয়ে গেল মুম্বাইয়ের বিখ্যাত মিউজক ডিরেক্টর বিবেক কর-এর মিউজিক ভিডিওর। গান গেয়েছেন জনপ্রিয় গায়ক স্টিবিন্ বিণ। নতুন পরিচালক বাংলার বাবাই সেন কলকাতা এবং নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গায় মুম্বাইয়ের মডেল অভিষেক ,মুস্কান ও প্রিয়াকে নিয়ে গানটি চিত্রায়িত করলেন। পরিচালক বাবাই সেন এর আগে একটি মারাঠি চলচ্চিত্র ‘অস্ত্র দা ওপেন’, পরিচালনা করেছেন। কিন্তু বাবাই এর মূল পরিচিতি একজন শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজ মেকার হিসাবে। গানের মাধ্যমে হলেও বলিউডের সেলিব্রেটি সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর সাথে কাজ করতে পেরে বাবাই নিজেকে ভিশন ই ভাগ্যবান মনে করছেন। তার আরো কিছু মিউজিক অ্যালবাম এর কথা চলছে, সেগুলো সব মুম্বাইয়ের প্রোডাকশন। বাবাইয়ের কথা অনুযায়ী লকডাউন ই তাকে এই সুযোগটি পাইয়ে দিয়েছে। মুম্বাইয়ে শুটিংয়ের কাজ বন্ধ থাকার জন্য, এখন বিভিন্ন প্রোডাকশন কোম্পানি গুলি ভারতবর্ষের অন্যান্য জায়গায় শ্যুটিং এর পরিকল্পনা করছেন। এটি ছিল তারই মধ্যে একটি। গানটি জি মিউজিকে দেখতে পাওয়া যাবে। গানটির প্রয়োজনা করেছেন বায়োসিনে। উপস্থাপনা করবে পেহেচান ও মিশন ড্রিমস। কলকাতার কলাকুশলীদের নিয়ে কাজ করা ভিডিও অ্যালবামটির চিত্রগ্রহণ করেছেন কলকাতারই মনিরুল ইসলাম।