Close

শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে JMR Music company

নিজস্ব প্রতিনিধি:যত সময় যাচ্ছে ততই মানুষ ভালো থাকার রসদ হারিয়ে ফেলেছে, এখন আমাদের প্রত্যেকের একটাই চাহিদা আমরা একটু ভালো থাকতে চাই, মাত্র এক বছর আগে কোরনার প্রথম দাপটের সময় মানুষ যখন গৃহবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাচ্ছে, ঠিক তখন প্রতিটা শিল্পী নিজেদের ফেসবুকে গান গেয়ে কিংবা শ্রোতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সাধ্যমতো চেষ্টা করছে মানুষকে ভাল রাখতে, তবে জানেন কি এই মুহূর্তে সবথেকে হতাশাময় জীবন কাটাচ্ছে প্রতিটি শিল্পী, বহু সংগীতশিল্পী তাদের শিল্প তৈরি করার স্বপ্ন ভেঙে ফেলছে, আর ঠিক এই সময় মৌলিক বাংলা গান কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীদের পাশে এসে দাঁড়াচ্ছে JMR Music company , ইতিমধ্যেই যারা বাংলার ১০০ জনেরও বেশি শিল্পীর মৌলিক গান বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই গান গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় গান ছিল টুম্পা , ২০১৭ সাল থেকে মিউজিক কোম্পানির পথচলা শুরু নেপথ্যের নায়ক জ্যোতির্ময় রায় এবং কৃষ্ণেন্দু রায়। শুধু বাংলা গান কে ভালবেসে বাংলা গানকে বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে আজ তারা সাহসের সাথে পটা, স্নিগ্ধজিৎ, রূপঙ্কর, ইমন , পৌষালি,গৌরব, সুপ্রতীপ, এছাড়াও বাংলার বিভিন্ন শিল্পীর মৌলিক গান তৈরি করে, বাংলা গানের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই তারা বাংলা গান নিয়ে কাজ করছে Addatimes-এর মত ওটিটি প্লাটফর্মে, এছাড়াও তাদের তৈরি বাংলা গান ইতিমধ্যেই জায়গা করে নিচ্ছে- Gaana, Jio saavan , Wynk, Spotify, apple , Resso, Hungama , Amazon -এর মতো বিভিন্ন গানের ডিজিটাল প্লাটফর্মে।
JMR Music company কর্ণধার জ্যোতির্ময় রায় বলছেন- মৌলিক বাংলা গানকে মানুষের কাছে পৌছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য তার সাথে নতুন শিল্পীদের তৈরি নতুন বাংলা গান মানুষের কাছে পৌছে দিতে চাই আমরা।
বহু শিল্পীদেরই মন্তব্য বাংলা গানের পাশে এসে দাঁড়ানোর মানুষ খুবই কম । তাই এই মুহূর্তে JMR Music company নতুন শিল্পীদের তৈরি নতুন গানকে যে অক্সিজেন দান করছে তা বলা যেতেই পারে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top