সংবাদদাতা: বিশিষ্ট শিক্ষাব্রতী শেখ মানোয়ার আলির জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল পঁচাশি বছর। গত ২৯ এপ্রিল তিনি আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এস এস কে এম হাসপাতালে দীর্ঘ আঠাশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানোয়ার সাহেব দীর্ঘকাল শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ওই শিক্ষাব্রতীর জৈষ্ঠ্যপুত্র মোশারফ হোসেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক। আরও দুই পুত্র আশাবুল হোসেন এবং মনিরুল হোসেন দুটি টিভি চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক। হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায় একজন আদর্শ শিক্ষক ও দরদি সমাজসেবী হিসেবে জনপ্রিয় ছিলেন মানোয়ার সাহেব। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ধর্ম বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাঁর জানাজায় অংশ নেন বহু মানুষ। হাওড়া জেলার জয়পুর থানার ঘোড়াবেড়িয়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। শোকসন্তপ্ত পরিবারটির প্রতি অনেকেই সমবেদনা জ্ঞাপন করেছেন। উদার আকাশ প্রকাশন ও পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সকল মানুষের কাছে দোয়া চাইছেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করার সৌভাগ্য দিক।