Close

শিক্ষক , শিক্ষিকা, শিক্ষাকর্মীরা “ইয়াস” বিধ্বস্ত দুর্গত মানুষের পাশে

নিজস্ব প্রতিনিধি:মঙ্গলবার পাথরপ্রতিমা থানার হেরম্বগোপালপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব সুরেন্দ্রনগর গ্রামে ইয়াস বিদ্ধ্স্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মন্দিরবাজার ও মথুরাপুর-২ ব্লকের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতিনিধি দল।
উপস্থিত ছিলেন হেরম্বগোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় বাবলু হাতি,গ্রাম সভার সদস্য সৌরভ ভুইঞা ও অঞ্চল সভাপতি অর্দ্ধেন্দু ভুইঞা।

শিক্ষক প্রতিনিধি দলে ছিলেন প্রীতম কুমার হালদার,সুদীপ কুমার হালদার,নারায়ণ বৈদ্য,উত্তম মাইতি,জ্যোতির্ময় হালদার,তুহিনশুভ্র মন্ডল,পিন্টু কর,ধনঞ্জয় পুরকাইত,অরুণ কুমার বৈদ্য,সুশান্ত কুমার মন্ডল ও সুব্রত নস্কর।

Leave a Reply

0 Comments
scroll to top