পূরবী, সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্ট এর সহযোগিতায়, ২০২৫ সালের ২৯শে মার্চ শান্তিনিকেতনের নব নালন্দা প্রাঙ্গণে “বসন্ত বন্দনা ২০২৫” শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।
শেষ বসন্তের মাধুরী উদযাপনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সত্র, পাঠভবন এবং সংগীত ভবন সহ বিশিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি পূরবী এবং সুচিত্রা মিত্র স্মৃতি রক্ষা সমিতির ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানটির প্রদীপ প্রজ্জ্বলন ও বেদ গানের মাধ্যমে শুভারম্ভ হবে।
“বসন্ত বন্দনা ২০২৫” দুটি ভাগে বিভক্ত থাকবে: “প্রভাতী” (সকাল) এবং “সান্ধ্য” (সন্ধ্যা)। “প্রভাতী” অধিবেশন সকাল ৭:০০ টায় “প্রভাত ফেরী” (সকালের শোভাযাত্রা) দিয়ে শুরু হবে, তারপরে সঙ্গীত পরিবেশনা থাকবে। “সান্ধ্য” অধিবেশন শুরু হবে বিকেল ৫:০০ টায়।
সুচিত্রা মিত্রের দীর্ঘ ৩০ বছরের ছাত্রী তথা সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং পূরবীর কর্ণধার শ্রীমতি মন্দিরা মুখোপাধ্যায় একক সঙ্গীত পরিবেশনা করবেন এই অনুষ্ঠানে । সন্ধ্যা অনুষ্ঠানের সময় সমবেত সঙ্গীতের পাশাপাশি নৃত্য পরিবেশনাও মঞ্চস্থ হবে। ডঃ সুমিত বসুর (অধ্যাপক, বিশ্বভারতী) পরিচালনায় মৈ তৈ জাগোই-এর নৃত্য পরিবেশনা বিশেষ উল্লেখের দাবি রাখে।
“শান্তিনিকেতন আমাদের তীর্থক্ষেত্র। এই পবিত্র স্থানেই একসময়ে সংগীত শিক্ষা গ্রহণ করেছিলেন আমাদের গুরু শ্রীমতি সুচিত্রা মিত্র ,” বলেন মন্দিরা মুখোপাধ্যায়।
উল্লেখ্য “সুচিত্রার শান্তিনিকেতনের দিনলিপি” নামে একটি বিশেষ স্মরণিকা পত্র প্রকাশিত হবে এইদিন , যাতে সুচিত্রা মিত্রের শান্তিনিকেতনের সময়ের দুর্লভ কিছু ছবি এবং উদ্ধৃতি থাকবে।
পুরোনো দিনের বেশ কিছু ছবি রইলো আপনাদের জন্য



