নিজস্ব প্রতিনিধি:যাত্রাপথ কালচারাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারী … ভারতীয় চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে এবং সমাজের সর্বস্তরে সংস্কৃতিসম্পন্ন মানুষের মধ্যে, বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে সংস্কৃতির ধারাকে প্রচার প্রসার ও প্রশিক্ষণের মাধ্যমে বাঁচিয়ে রাখার কাজ যাত্রাপথ কালচারাল সোসাইটি করে চলেছে বিগত বহুদিন ধরে, যার সূত্রে বর্তমানে যাত্রাপথের উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক সংগীতের স্কুল যার নাম ” Yatrapath Academy Of Performing Arts ” বহু গুণী সঙ্গীত গুরুদের কাছে ঘরে বসে ডিজিটাল প্লাটফর্মে গান বাজনা শেখার বিশ্বব্যাপী এক দারুন সুযোগ ; যার সাথে যুক্ত হয়েছেন দেশ বিদেশের বহু শিক্ষার্থী, কোলকাতা তথা শহরতলিতে বিভিন্ন বড়ো শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা, লোকায়ত শিল্পচর্চা , বিভিন্ন আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, সাহিত্য ও সঙ্গীতের উপর আলোচক্র আয়োজন করা যাত্রাপথ কালচারাল সোসাইটির অন্যতম কাজ … যে কাজের সূত্রে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে ভারতবর্ষ তথা বিশ্বের বহু কিংবদন্তি সংগীতশিল্পী ও বিশিষ্টগুণীজন ।
আগামী ২২শে ডিসেম্বর উত্তর কোলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে যাত্রাপথ কালচারাল সোসাইটি আয়োজিত 4th Yatrapath Music Festival 2022 …এক দিনের এই সান্ধ্যকালীন সঙ্গীত সম্মেলনে এবছর অংশগ্রহণ করবেন কিংবদন্তি তবলাবাদক পদ্মশ্রী পন্ডিত স্বপন চৌধুরী থেকে শুরু করে পন্ডিত পার্থ সারথি, বিদুষী মিতা নাগ , পন্ডিত সুশান্ত চৌধুরী ও আরো অনেকে, শোনা যাবে নবীন প্রজন্মের গুনি সেতারবাদক অভিরূপ ঘোষের সেতারবাদন , উন্মেষ ব্যানার্জীর তবলাবাদন …. এবছরের এই বিশেষ সম্মেলন কোলকাতার শহরে এক ব্যতিক্রমী সঙ্গীত সম্মেলনের রূপ নিতে চলেছে তার কারণ, এবছর এই সঙ্গীত সম্মিলন “সেতার সরোদ যুগলবন্দি” , এই বিশেষ ভাবনাকে দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরবার আশায় আয়োজন করা হয়েছে যেখানে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবে যুগলবন্দী।
এবছরের মঞ্চ উৎসর্গ করা হবে বিশ্ববরেণ্য সেতারবাদক ভারতরত্ন পন্ডিত রবিশঙ্করের উদ্দেশ্যে , স্বরসাম্রাট ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের জন্মশতবর্ষ উপলক্ষে জানানো হবে শ্রদ্ধাজ্ঞাপন,
এবছরের এই সঙ্গীত সম্মেনলে যাত্রাপথের তরফ থেকে Ustad Miyan Dabir Khan Lifetime Achievement Award 2022 প্রদান করা হবে কিংবদন্তি তবলাবাদক পদ্মশ্রী পণ্ডিত স্বপন চৌধুরী ও বিখ্যাত তবলাবাদক গোবিন্দ বসুকে,উপস্থিত থাকবেন বহু বিখ্যাত সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট মানুষজন।
বিগত দিনে এই যাত্রাপথের এই Lifetime Achievement Award প্রদান করা হয়েছে সঙ্গীতাচার্য পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়, শ্রীমতি নির্মলা মিশ্র, পন্ডিত মনিলাল নাগ ও আরো অনেককে।
মূলত ৫০এর দশকে বা ৬০এর দশকে বা তারো আগে ভারতীয় মার্গ সংগীতে পণ্ডিত রবিশঙ্কর ও ওস্তাদ আলী আকবর খানের অসামান্য যুগলবন্দীকে শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ সঙ্গীত সম্মেলনের আয়োজন , যা এবছর কোলকাতার বহু নামী সঙ্গীত সম্মেলনের মধ্যেও একটি আলাদা জায়গা করে নেবে বলে উদ্যোক্তারা আশাবাদী।