Close

শহরের প্রাণকেন্দ্রে তিতলিয়ার পরিবেশবান্ধব ফ্যাশন কার্নিভাল

দীর্ঘ দুবছরেরও বেশি সময় ধরে পরিবেশবান্ধব ফ্যাশন জগতে অভিনব পোষাক তৈরি করে আসছে তিতলিয়া ফ্যাশন স্টুডিও। গত বছরের মতো এবছরও সম্প্রতি নিউটাউনের রবীন্দ্রতীর্থে তারা আয়োজন করেছিল পরিবেশ বান্ধব পোষাকের ডিজাইন কার্নিভাল। সংস্থার তিন কর্নধার ও ডিজাইনার আশা, তাসনিম, জয়ী সহ অন্যান্য প্রতিভাবান ডিজাইনাররা মডেলদের মাধ্যমে নিজেদের কালেকশন উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। পরিবেশ বান্ধব ফ্যাশনকে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য ছিল টক শো যেখানে উপস্থিত ছিলেন আইপিএস দেবাশিস সেন, পাওলিন, প্রফেসর অনামিকা দেবনাথ, ইন্দ্রনীল চক্রবর্তী, ঋতুরাই আচার্য্য, রুবি রায়, প্রমুখ। শহরের পরিচিত মডেলদের মাধ্যমে নিজেদের কালেকশন তুলে ধরেন স্নেহা, অর্পিতা রাজদীপ পূর্বা, প্রিয়া, সন্দীপ্তা ও হীরামতিদের মতো তরুণ ডিজাইনাররা। প্রতিভাবান নতুন ডিজাইনারদের জন্য তিতলিয়া ফ্যাশন স্টুডিওর এই ডিজাইন কার্নিভালের প্ল্যাটফর্ম যে এক অভিনব মঞ্চ হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Leave a comment
scroll to top