নিজস্ব প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব কোলকাতা ম্যাগনেট এর উদ্যোগে এক বৃক্ষরোপন এবং মৎস্য চাষ উৎসব হয়ে গেল গত ১৩ ডিসেম্বর। হুগলির সিঙ্গুরের কাছে দিয়ারার তারামা ইটভাটা তে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোদ বাবা ও সংগীতশিল্পী গায়কী মাতা, রাজশেখর বণিক, আশিস বসাক, তাপস চৌধুরী, মৌসুমী ঘোষ এবং বাচিকশিল্পী পাপড়ি দাস। ইটভাটাতে আদিবাসী শিশুদের হাতে চকলেট, বিস্কুট এবং অন্যান্য খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। এদিন একটি পিকনিকেরও আয়োজন করা হয়েছিল লায়ন্স ক্লাব অব কোলকাতা ম্যাগনেটের পক্ষ থেকে রাজশেখর বণিক এর উদ্যোগে। সহযোগিতায় ছিল হ্যালো কোলকাতা।