লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’-এর প্রথম ফেলোশিপ সভা’AuthorPosted byramizPublishedAugust 12, 20208:26 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxলায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’-এর প্রথম ফেলোশিপ সভা’TwitterFacebookLinkedInPosted by ramiz on August 12, 2020. Anando Sangbad Live : লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’, Regn.- 142201, ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 322B1, ভারত’র সাথে যুক্ত. 9ই আগস্টের প্রাক্কালে কলকাতার হিন্দোল কসবা হলে তার প্রথম ফেলোশিপ সভা অনুষ্ঠিত হয়েছিল।’কলকাতা ম্যাগনেটেসের লায়নস ক্লাব’-এ আনুষ্ঠানিক ভাবে যে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছিল তারা হলেন ডঃ প্রশান্ত ভট্টাচার্য, বিনয় শো, Sarmistha দাস, মিতালী কর, লিপিকা সেন চ্যাটার্জী, ডাঃ মণীন্দ্র নাথ রায়, বিমান দত্ত, ডঃ অভিজিৎ চৌধুরী, সোনাই মহাপাত্র, মুনমুন বন্দ্যোপাধ্যায় এবং ডঃ অরুণ কুমার । তাদের প্রত্যেককে ‘লায়ন ম্যাগনেটস’ আইডি কার্ড, মেমেন্টো এবং প্রশংসার শংসাপত্র উপস্থাপন করা হয়েছিল, অবহিত করেছেন ‘লায়ন ম্যাগনেটস’ সনদ সভাপতি আশিস বাসাক।এই অনুষ্ঠানের ‘খাদ্য অংশীদার’, তারাপীঠ তপনের প্রতিষ্ঠাতা গুরুজি শ্রী বিনয় মহারাজ এই প্রোগ্রামটির ভাল সমর্থন করেছিলেন।আনন্দের সন্ধ্যার বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী অদিতি দাস, অভিনেত্রী জয়া চক্রবর্তী এবং সমাজকর্মী ফারুক মালিক । Post Views: 1,621 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...