নিজস্ব প্রতিনিধি:অভিজিৎ ভট্টাচার্য নিয়ে এলেন তাঁর নতুন অরিজিনাল হিন্দি সিঙ্গেলস “মেরা মাহি আ গ্যায়া”।গানটা অভিজিৎ এরই লেখা,সুর করা। গানে উঠে আসে এক পথশিল্পীর প্রেম কাহিনী। বিশ্বজুড়ে অনেক স্ট্রিট মিউজিশিয়ান আছে যাঁদের কেউ চেনেন না, কিন্তু তাঁরাও গানে,গানে শ্রোতাদের মনোরঞ্জন করেন।এমনই এক স্ট্রিট মিউজিশিয়ান এর গল্প এখানে বলা হয়েছে যিনি তাঁরই এক শ্রোতার প্রেমে পড়েন। গানের শুটিং হয়েছে জাপানে।কর্মসূত্রে অভিজিৎ জাপানে থাকেন। তবে সবচেয়ে বড় চমক রয়েছে গানের রেকর্ডিং-এ।লতা মঙ্গেশকর এর এক গুণমুগ্ধ হওয়ায় সুদূর জাপান থেকে গান রেকর্ড করতে চলে আসেন মুম্বাইয়ের লতা মঙ্গেশকর স্টুডিওতে।সম্প্রতি এই গানের আনুষ্ঠানিক মুক্তি হয়ে গেল শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।বঙ্গসন্তানের এহেন লতা ভক্তি সত্যিই নজর কাড়ে! গানের মিউজিক অ্যারেঞ্জ করেছেন এএম.এএন যিনি এইট্টি থ্রি, ছিছোড়ে, শেরনি এর মতো অ্যালবামে কাজ করেছেন ।এই গানের মিউজিক অ্যারেন্জার এএম.এএন।এই কাজটা নিয়ে অভিজিৎ বলেন,”এই গানটা অনেকটা এখনকার বলিউডের গানের ধারা মাথায় রেখে করা হয়েছে।গানের কথায় হিন্দি, উর্দু,পাঞ্জাবি ভাষার মিশেল আছে।আরো ভালো লাগছে এই গানটা লতাজির স্টুডিওতে রেকর্ড করতে পারলাম এই ভেবে।নিজে নানা ধরনের গান করতে ভালোবাসি।এই গানের সহ অভিনেত্রী, টেকনিশিয়ানরা সবাই জাপান এর।”