Close

লকডাউনে NEET পরীক্ষার্থীদের জন্য স্যান্ডফোর্ড অ্যাকাডেমির নিঃশুল্ক উপহার

আনন্দ সংবাদ লাইভ:রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে যারা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET এর প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য নিঃশুল্ক উপহার নিয়ে এলো স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। করোনা প্রাদুর্ভাবের এই কঠিন পরিস্থিতিতে সামগ্রিক সংকটের পাশাপাশি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। তাদের কথা ভেবেই শুরু হল স্যান্ডফোর্ড অ্যাকাডেমির অনলাইন ক্লাস। অত্যন্ত পরিকল্পিত এবং অভিজ্ঞ শিক্ষকদের পূর্ণ সহযোগিতায় ও পরামর্শে হাতে নেওয়া হয়েছে এই কার্যক্রম। এতে কোনো খরচ করতে হবে না ছাত্র-ছাত্রীদের। আজ থেকে শুরু হয়েছে ক্লাস, চলবে প্রতিদিন, ১৭ মে পর্যন্ত। ক্লাস নেবেন অধ্যাপক শুভময় দাস, অধ্যাপক অঙ্কুর রায়, অধ্যাপক জয়ন্ত দাস, প্রিয়ম দে, অধ্যাপক ফিরদৌস আহমেদ, ডক্টর ফারুক আহমেদ, নায়ীমুল হক প্রমুখ শিক্ষকেরা। নির্দিষ্ট কোর্সের ভিত্তিতে এগারো দিনের এই কোর্সে যুক্ত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক ছাত্র-ছাত্রী। নাম লিখিয়েছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ছাত্রও। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিম খান সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে এই ১১ দিনের কোর্সের পাশাপাশি সাধারণ মানুষজনের জন্য ত্রাণ বন্টনের কাজেও নেমে পড়েছে স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল বলেন রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য আগামী দিনে আরও কিছু কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আয়োজনে বিশেষ সহযোগিতার জন্য তিনি সকল শিক্ষক ও সহকর্মীদের সাধুবাদ জানান বিশেষভাবে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মামুন ন্যাশনাল স্কুল এর সম্পাদক ইয়াসিন সাহেবের নাম উল্লেখ করেন। লকডাউন এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে স্যান্ডফোর্ড অ্যাক্যাডেমির এই কর্মসূচিতে বহু ছাত্র-ছাত্রী উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন তাদের অভিভাবকেরা।

Leave a Reply

0 Comments
scroll to top