Close

রোদ্দুর নেবেন গো, রোদ্দুর……

আনন্দ সংবাদ লাইভ :রোদ্দুর বিক্রি.! সত্যিই অবাক করার মতন বিষয়। সময়ের এই পরিহাস মুহূর্তে আরও একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২০শে সেপ্টেম্বর ২০২০। নাম জেনেসিস্‌। মুক্তি পাবে আড্ডাটাইমস অ্যাপ-এ।

আড্ডাটাইমস্‌-এর পরিবেশনায় তৈরি নতুন বাংলা ওয়েব ফিল্ম “জেনেসিস্‌” ছবির পরিচালক অভিনব হালদার। অভিনয় করেছেন বহূল পরিচিত টলিউড অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি এছাড়াও রয়েছেন দিপান্বীতা নাথ ও অ্যানি সেন। প্রযোজনা করেছেন লা পেলিকুলা মোসান পিকচার্স্‌ এবং ম্যাক ফিল্মস্‌। লাইন প্রযোজক সানি ভর।

ছবিটি সম্পর্কে পরিচালক বাবু কিছু জানাতে না চাইলেও শুধু জানিয়েছেন এক অবাক করা বিষয়বস্তু, যেখানে রোদ্দুর নাকি বিক্রি আছে! ইচ্ছে হলে আপনিও নাকি কিনতেই পারেন। তাহলে বলাই যায় এক অভিনব বিষয়ের এই ছবি।

ছবিটির সম্পাদনা করেছেন শিবম সামন্ত, মিউসিক নিয়ে কাজ করেছেন রাজদীপ দাসগুপ্ত। এছাড়াও বিভিন্ন সহযোগী ভূমিকায় রয়েছেন অর্ক রায়, দিপান্বীতা চক্রবর্তী, প্রতীক মাইতি, অজ্ঞাত ও অমিত দাসগুপ্ত। ছবিটি দেখতে ডাউনলোড ও সাবস্ক্রাইব করুন বহু জনপ্রীয় ও.টি.টি. addatimes‌ অ্যাপ্‌।

Leave a Reply

0 Comments
scroll to top