Close

রুজি রোজগারহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বারাসাতের বর্ণালী সংঘ

আলাপন রায়- তৃতীয় দফার লকডাউনের এই সঙ্কটজনক পরিস্থিতিতে অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিলেন রামকৃষ্ণপুর (পূর্ব)-এর বর্ণালী সংঘ।বাড়ি-বাড়ি গিয়ে দুঃস্থ পরিবারকে চাল, আলু, পেঁয়াজ,তেল,ডিম,সয়াবিন,মুড়ি,সাবান তুলে দিলেন ক্লাব সেক্রেটারি পরিমল বোস সহ অন্যান্য সদস্যরা।ক্লাব পার্শ্ববর্তী এলাকায় মোট ১৩৫টি পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন এই বর্ণালী সংঘ।

Leave a Reply

0 Comments
scroll to top