Close

‘রিয়েল মি’ (REALME) র নতুন স্টোর ডালহৌসিতে

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি ‘রিয়েল মি’ (REALME) র নতুন স্টোর খুলে গেল ডালহৌসিতে। ফিতে কেটে শোরুমটির উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা।’গোলন্দাজ’-এ দেব-এর বিপরীতে ইশা’র অভিনয় উচ্চ প্রশংসিত।

ইশা জানালেন,”ফোন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।ফোনটাই আমার কাছে ডায়েরি, রিমাইন্ডার,অ্যালার্ম ক্লক সবকিছু।

ফোন ছাড়া একমুহূর্ত চলা সম্ভব নয়।সেখানে রিয়েল মি’র মতো ব্র্যান্ড, যেটা একদম আমাদের দেশের তার স্টোর উদ্বোধনে এসে ভালো লাগছে।”


রিয়েল মি’র নতুন স্টোরের ঠিকানা:
১ ওল্ড কোর্ট হাউস কর্নার,
ডালহৌসি, কলকাতা-৭০০০০১

অনুষ্ঠানটির প্রচারের দ্বায়িত্ব সামলেছেন কিংশুক গিরি(টলিউড টকিজ-এর কর্ণধার)।

ছবি:বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
scroll to top