Close

রিনা চৌধুরীর ছবির গান রেকর্ডিং

By Ramiz Ali Ahmed

গান রেকর্ডিং-এর মাধ্যমে শুরু হলো রিনা চৌধুরীর নতুন ছবির কাজ।যদিও ছবির নাম এখনো ঠিক হয়নি।শুটিং শুরু হবে পুজোর পর।ছবির পরিচালক ও চিত্রনাট্যকার রিনা চৌধুরী।ছবির কাহিনি এবং সঙ্গীতে দর্শকরা অঞ্জন ঘরোনাকে আবার ফিরে পাবেন বলে আশা করেন অঞ্জন কন্যা।অতনু দাশগুপ্তের সুরে গান গেয়েছেন রূপঙ্কর, অন্বেষা,আকাশ দাশগুপ্ত, সুমন চক্রবর্তী প্রমুখ।অভিনয় করবেন অশিম বিশ্বাস,আদিত্য,অনিন্দ্য সরকার,শ্রীলা মজুমদার,চুমকি চৌধুরী,রাহুল গোস্বামী প্রমুখ।

Leave a Reply

Leave a comment
scroll to top