নিজস্ব প্রতিনিধি:পাখির ডাক হোক বা ঝর্ণার কুলকুল শব্দ, নদীর শ্রোত বা পাতা ঝরানোর শব্দ সুর সর্বত্রই বিরাজ করে। কথায় আছে সংগীত সব খানে ছড়িয়ে,কোনো বাউল এর প্রভাতী গান হোক বা পটের গানের সুর করে পড়া নানা পৌরাণিক গল্পের বিবরণ, বহুরূপীদের নানা রূপ ধরে জীবনের গান গাওয়া। পথেই যারা গান করেন তাদের সম্মান জানিয়ে শহরের রাজপথে এই সুরের উৎসব। সমগ্র ভাবনায় সুদীপ্ত চন্দ।শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছেন এবছেরর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল (সিজন টু ), সহযোগিতায় মাছ,মছলি এন্ড মোর।এই উদ্যোগে দ্য ড্রিমার্স এর সাথে আছেন সঙ্গীত শিল্পী সোমা দাস,কৌশিক ইভেন্টস এবং কার্পেডিয়েম।সহযোগিতায় সুরজিৎ কালা,টার্ন ইট গ্রীন,গো গ্রীন,রেপ্লিকা। আগামী ২০ মার্চ,২০২১,৩৭ পূর্ণ দাস রোড এর মাছ,মছলি এন্ড মোর এর সামনের ফুটপাতে বসছে এই সুরের অভিনব উৎসব। শিল্পি বলতে অংশগ্রহণ করছেন বিভিন্ন বাদ্যযন্ত্র বিক্রেতারা যেমন পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মোহাম্মদ ইব্রান, মিউজিক্যাল স্যান্ডউইচ খ্যাত নীলাঞ্জন সাহা, কৃষ্ণেন্দু-সৌরজ্যোতি এর থার্ড স্টেজ , জাতীয় পুরস্কার প্রাপ্ত পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকর সাথে নূরউদ্দীন চিত্রকর, সুবোল দাস বৈরাগ্য এবং তাঁর বহুরূপীর দল গাইবেন গাজন, অন্নপূর্ণার গান, টার্ন ইট গ্রীনের পক্ষ থেকে স্যাফায়ার এর পরিবেশনায় থাকছে পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা,গাইবেন সিধু, রবীন্দ্রসঙ্গীতের কোলাজ পরিবেশন করবেন চন্দ্রিমা ভট্টাচার্য,থাকছে ব্যান্ড পার্টির যন্ত্রসংগীত শিল্পী সহ আরো অনেকে।