Close

রামকৃষ্ণের উপস্থিতিতে বিয়ে করলেন ভাগ্নে হৃদয় বৌভাতে আসবেন রাণীমা

নিজস্ব প্রতিনিধি:করুণাময়ী রাণী রাসমণি এর ধারাবাহিকে গত দু’বছর ধরে নজর কেড়েছেন হৃদয় ওরফে সিদ্ধার্থ ঘোষ।রামকৃষ্ণের ভাগ্নের ভূমিকায় তাঁর অভিনয় খুব প্রশংসিতও হয়েছে।কাল সাত পাকে বাঁধা পড়লেন হৃদে।লাইট ক্যামেরার দুনিয়া থেকে রিয়েল লাইফে দীর্ঘদিনের পরিচিত সঙ্গীতশিল্পী দেবতৃষা সেনগুপ্তকে বিয়ে করলেন তিনি।দেবতৃষা গান করেছেন বেশ কিছু বাংলা চলচ্চিত্রেও। রাসমণি ধারাবাহিকের পাশাপাশি কালারস বাংলায় ‘দত্ত এন্ড বৌমা’ তেও সিদ্ধার্থ অভিনয় করছেন।পরাণ বন্দোপাধ্যায়ের নাটকের দলে চলে রীতিমতো নাট্যচর্চাও।এখন করোনা কাল তাই ঘরোয়া ভাবেই বিয়ে সারলেন দুজনে।
উপস্থিত ছিলেন টেলিদুনিয়ার বেশ কিছু পরিচিত মুখ।এসেছিলেন পরাণ বন্দোপাধ্যায়।সব শেষে নব বর-বঁধূকে আশীর্বাদ করলেন স্বয়ং রামকৃষ্ণ ওরফে সৌরভ।মজার এই মুহূর্ত ধরা থাকলো নবজীবনের যাত্রাপথের সূচনায়।সিদ্ধার্থ জানালেন তাঁর আরো টেলিপাড়ার বন্ধুরা আসবেন বৌভাতের দিন।সেদিন রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়াও আসবেন।

Leave a Reply

0 Comments
scroll to top