সত্যজিৎ চক্রবর্তী : সেন্ট্রাল পার্ক, ৬ই মার্চ রবিবার, কলকাতা আন্তর্জাতিক ৪৫তম বই মেলায় রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন “বংলার মুখ” গ্রন্থের লেখক সাংবাদিক নৌসাদ মল্লিক, বই মেলার প্রেস কর্নারে। এই অনুষ্ঠানে উঅস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার, আসামের কবি রুমি লস্কর প্ৰমুখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজর্ষি চক্রবর্তী।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেবশঙ্কর হালদার বলেন বই মানুষের জ্ঞ্যান বৃদ্ধি করে, চেতনার বিকাশ ঘটে, বই মেলায় খালি ঘুড়লে হবে না, ভাল বই সংগ্রহ করতে হবে। রবীন্দ্র স্মৃতি পুরস্কার প্রাপক নৌসাদ মল্লিক তার ভাষণে বলেন, তিনি লকডাউনের সময় পেয়েছিলেন সেই সময়টাকে কাজে লাগিয়ে বাংলার মুখ গ্রন্থটি রচনা করেন। বইটিতে তিনি পশ্চিমবঙ্গের রাজ্য ও তার ২৩টি জেলার ইতিহাস, বিখ্যাত মানুষ, বিখ্যাত স্থানের কথা তুলে ধরেন। বাংলার মুখ বইটি যে খুব গ্রহণযোগ্য হবে বলেন লেখক সোনা বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন রাখালরাজ মুখোপাধ্যায়।