Close

রবীন্দ্রনাথের মৃত্যুচেতনা নিয়ে এসপিসিক্রাফট এর ২২ শে শ্রাবণ স্মরণ

নিজস্ব প্রতিনিধি:এই কোভিড আক্রান্ত শহরে যখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মনের অলিন্দে মাঝে মাঝেই জেগে উঠছে, ঠিক তখনই রবীন্দ্রনাথ হয়ে ওঠেন শুশ্রূষা। রবীন্দ্রনাথ তাঁ র নানান লেখায় মৃত‍্যুকে কখোনো “সন্ততি” আবার কখোনো বা “বন্ধু” বলে সম্বোধন করেছেন। জীবনের ওপার নিয়ে তাঁর কম আগ্ৰহ ছিলোনা আর তাই আপনজনের অন্বেষণে পরলোক চর্চায় অনেক সময়েই নিমগ্ন ছিলেন তিনি। আসলে, মৃত্যু যাঁর কাছে এক নতুন আলোক সঞ্চার, তিনি কি কখোনো মরে যেতে পারেন? এসপিসিক্রাফট ও সৃজনের “Our Infinite Light” শীর্ষক অনুষ্ঠানে সেই আলো আর আশার বাণী ধ্বনিত হবে সুজয়প্রসাদের পাঠে এবং সুছন্দা ঘোষের গানে। বাইশে শ্রাবণ স্মরণে,আগামী ৭ই আগস্ট বিকেল ৫.৩০থেকে গ‍্যালারী গোল্ডে এই নির্মাণ অনুষ্ঠিত হবে কোভিড সংক্রান্ত সমস্ত নিয়মাবলী মেনেই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের অশীতিবর্ষ পালন ও তাঁর সৃষ্টির উদযাপন এই উপস্থাপনার নির্যাস। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আসবেন বিশিষ্ট নাট‍্যব‍্যক্তিত্ত্ব সোহাগ সেন। “রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা বড় গভীর আর সেই অগাধ সমুদ্রে এ হয়তো সামান্য নুড়ি পাথর মাত্র। তবু এই কোভিড কালে ছন্দে ও মঞ্চে ফিরতে একমাত্র তিনিই ভরসা”, বললেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top