শেখ সিরাজ : প্রতিবছরে মতো এবছরও হরিপাল বাসদেবপুর চৌমাথায় এলআইসি ট্রেনিং সেন্টারে, রবীন্দ্রনগর হেল্প ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়ে গেল ৬ এপ্রিল রবিবার সকাল থেকে। ডাঃ নারায়ণ ভট্টাচার্জ ডাঃ অমিতাভ ভট্টাচার্জ ডাঃ সৌরভ ঘোষের মতো কলকাতার খ্যাতনামা ডাক্তাররা ২০০ জন সাধারণ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করেন।এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্যোক্তা শিবদাস চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ধাড়া। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী প্রতিমা ধাড়া মুজিবর রহমান আব্দুল গাফফার মোহলিধাড়া প্রমুখ।বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নৌসাদ মল্লিক আওয়ার অবলম্বনের সম্পাদক শেখ মুজিবর রহমান প্রমুখ।শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উল্লেখ্য এই শিবির থেকে বিনামূল্যে বিভিন্ন টেস্ট করানো হয় এবং বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।
রবীন্দ্রনগর হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
