Close

রবিঠাকুর


✍️সহদেব মন্ডল

জীবন স্রোতে অনুভূতির রঙ বিরঙের কল্পনায়
হৃদয় ছোঁয়ায় অনন্ত ভাব জীবনদীপে মূর্তি পায়।
শাশ্বত ওই তোমার বাণী প্রবাদ জ্ঞানে পূজা পায়
বিন্দুতে সিন্ধু এঁকে মানবতার গান গায়।
নুয়ে পড়া জাতির বুকে তোমার গানের হিয়ার দোল
ঝড়ো হাওয়ায় সাগর বুকে খেলে বেড়ায় এ হিল্লোল।
জাতি যখন বিপথগামী হতাশ ভয়ে পথ হারায়
তোমার বাণীর শঙ্খ নিনাদ জীবন চলার পথ চেনায়।
ছোট প্রাণের ছোট ব্যথার জীবন গাঁথ বহুমুখে
কাহিনী স্রোত বয়ে চলে প্রেম বিরহ দুঃখ সুখে।
ক্ষুদ্র বাঙালি করে বাঁধনী তো মহান জ্ঞান
লেখনীর প্রাণে প্রাণে বাঁধা আছে বিশ্ব প্রাণ।

Leave a Reply

0 Comments
scroll to top