Close

রক্তদান উৎসব ও বৃক্ষরােপন কর্মসূচী

১৪ জুলাই, কলকাতা : করােনা অতিমারীতে সর্বত্র রক্ত সংকট পরিস্থিতির মোকাবিলার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযােগিতায় ২৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব ও পরিবেশ সুরক্ষার স্বার্থে বৃক্ষরােপন কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।।
এই অনুষঠানটি অনুষ্ঠিত হল বিবেকানন্দ রােড ও মানিকতলা ষ্ট্রীট ত্রিকোন পার্ক, বিবেকানন্দ সাসাইটির সংযোগস্থলে।। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ছাড়াও ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরােপন করা হয়।। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিধায়ক শ্রী বিবেক গুপ্ত মহাশয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, বিশিষ্ট ফুটবলার হোসেন মুস্তাফি, অনিন্দ্য কিশোর রাউথ,মীনাক্ষী গুপ্ত, রাজ কিশোর গুপ্ত, কে পি সিং, গৌতম গুপ্ত ,তন্ময় হাইত, রাজেশ জয়সওয়াল , শক্তি প্রতাপ সিং।।

Leave a Reply

0 Comments
scroll to top