Anando Sangbad Live : থ্যালাসেমিক গার্ডিয়ানস অ্যাসোসিয়েশনে রক্তদানের একটি কর্মসূচির নেতৃত্বে ছিলেন ‘খরদা মনান ওয়েলফেয়ার সোসাইটি’র সেক্রেটারি লিপিকা সেন চ্যাটার্জী। সহযোগী অংশীদারদের মধ্যে দমদম ক্যান্টনমেন্ট প্রোচেস্টা ওয়েলফেয়ার সোসাইটি, তারাপীঠ তপন, আইবিএমএস, রাজ ডায়নামিক্স এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অন্তর্ভুক্ত রয়েছে। । প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন এবং থ্যালাসেমিক শিশুদের বাঁচাতে সহায়তা করেছেন। ‘খরদা মনান ওয়েলফেয়ার সোসাইটি’র কর্মকর্তারা থ্যালাসেমিক গার্ডিয়ানস অ্যাসোসিয়েশনকে ১০০ টি BT Sets অনুদান দিয়েছিলেন। এই উত্সব উপলক্ষে ছোট মেয়ে আদিত্রীর দ্বিতীয় জন্মদিন উদযাপনও প্রত্যক্ষ করা হয়েছিল। অনুষ্ঠানে জয়ন্ত মুখার্জি, বিধান মল্লিক, জয়ন্ত সম, দেবব্রত ঘোষ, পল্লব দত্ত রায়, জয়ন্ত সরদার, ‘লায়ন্স ম্যাগনেটস’ ডাঃ অরুণ কুমার এবং লিপিকা সেন চ্যাটার্জী সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।