Close

রওশন আলি মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুগলি জেলার ধনিয়াখালীর রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালিত হলো। পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক। তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ছাত্র-ছাত্রীদের সামনে দেশপ্রেমের কথা তুলে ধরেন। সংগীত পরিবেশন করে স্থানীয় সমাজসেবী মাননীয়া রাজেকা মল্লিক, মাদ্রাসার ছাত্রী মুস্কান, শিল্পা, অঙ্কিতা ও পল্লবী। কবিতা আবৃত্তি করে রেখা হাঁসদা ও সাথী মালিক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ সিরাজুল ইসলাম ও সোমনাথ পাকিড়া।

Leave a Reply

0 Comments
scroll to top