Close

রওশন আলি মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় নেতাজি জয়ন্তী

নিজস্ব প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হুগলীর ধনিয়াখালি থানার রওশন আলি মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় নেতাজি জন্ম জয়ন্তী পালিত হল। জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সম্পাদক সাংবাদিক নৌশাদ মল্লিক। তিনি তাঁর নাতিদীর্ঘ ভাষণে নেতাজির জীবনচরিত তুলে ধরেন। অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখে।

Leave a Reply

0 Comments
scroll to top