Close

যৌনপল্লির বাচ্ছাদের নিয়ে কাজের পরিকল্পনার কথা জানালেন ঋদ্ধি বন্দোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি:গানের পাশাপাশি অন্যরকম কাজ করতে পছন্দ করেন ঋদ্ধি বন্দোপাধ্যায়।কখনো পঞ্চকবির গানের হাত ধরে দেশে-বিদেশে অনুষ্ঠান, কখনো রজনীকান্ত সেন এর এ শহরের বুকে মূর্তি বসানোর উদ্যোগ,কখনো বই লেখা তো কখনো যৌনপল্লির বাচ্ছাদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়োজিত করা।এই রকমের উদ্যোগে নিজের মনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেন ঋদ্ধি।করোনা কালে সকলেই সচেতন সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার,হাত পরিষকার রাখার মতো বিষয়ে।সম্প্রতি “দুর্বার” এর কার্যালয়ে অনেক বাচ্ছাদের হাতে মাস্ক,সেনিটাইজার তুলে দেন ঋদ্ধি বন্দোপাধ্যায়।কিছু বছর আগে “সঙসস্ট্রেস’ শীর্ষক এক অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় এর সাথে এক মঞ্চে যৌনপল্লির বেশ কিছু বাচ্চাদের দিয়ে নৃত্য পরিবেশন করান ঋদ্ধি।সেই প্রোডাকশনেও ‘দূর্বার’ এর সাথে কাজ করেন ঋদ্ধি বন্দোপাধ্যায়। শিল্পী জানান,” সকলেরই জীবনে কিছু চাহিদা থাকে।কেউ পাশে এসে দাঁড়ান,কেউ আসেন না।আমার বরাবরই মনে হয়েছে নিজের স্বল্প সামর্থ্যে যেটুকু মানুষের কাজে আসতে পারি সেটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া।” তিনি আরো বললেন,” আমি আগেও চেষ্টা করেছি ওদের দিয়ে নাচ-গান করাতে।ভবিষ্যতেও ইচ্ছা আছে আবার এক সাথে কাজ করার।”

Leave a Reply

0 Comments
scroll to top