Close

যৌথ উদ্যোগে ইন্দো- বাংলার বিশেষ চমক আসন্ন ছবি “আনন্দী”র গানে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের জনপ্রিয় গায়ক তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,”এই প্রথম ইন্ডিয়ায় প্লে ব্যাক করলাম, আনন্দী সিনেমায়। আনন্দী মুভিতে প্লেব্যাক করে সত্যিই খুব আনন্দিত আমি”। টলিক্রাফটস এর কর্ণধার প্রিয়াঙ্কা দাস বাসু এবং অভ্রদীপ দত্ত এবং ডিরেক্টর কুণাল ভাণ্ডারীর হাত ধরে টলিউডের প্লেব্যাক ইন্ডাষ্ট্রি তে আত্মপ্রকাশ রুবেলের। আনন্দি ছবির গান “আজ আটকে গেছে মন” গানটি রুবেলের সাথে ডুয়েট করেছেন বলিউডের খ্যাতনামা সিঙ্গার অদিতি সিং শর্মা। সঙ্গীত রচনা করেছেন রঞ্জু রেজা। গানটি সুরে বেঁধেছেন সঙ্গীত পরিচালক আহাম্মেদ হুমায়ুন। ডিরেক্টর কুণাল ভান্ডারী জানিয়েছেন রুবেলের গান “আজ আটকে গেছে মন” সত্যিই শ্রোতাদের মন আটকে যাওয়ার মত এবং খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আনন্দী ছবির গান।

Leave a Reply

0 Comments
scroll to top