Close

যদি


✍️আশিসবরণ সামন্ত

তখনকার দিনে

এত প্রাইভেট টিউশন ছিল না

মেয়েদের বাইরে বেরনো বারণ।

উনবিংশতি অনন্যা

সাংবাদিক হতে চায়

বৃত্তির শর্ত রপ্ত করতে

এখন থেকেই সচেষ্ট সে।

আকাশের কাছে যায়

অবসরপ্রাপ্ত তথ্য আধিকারিক

পাঠ নেই

চোখে চোখ রাখে,

আকাশ দেখে

পৃথিবীর রূপ

উনসত্তরে দাঁড়িয়ে।

কখন যেন

দুটি ঠোঁঠের ফাঁক দিয়ে

বের হয়ে গেল

নিঃশব্দে শব্দগুলি

আমি যদি পঞ্চাশ বছর আগে

তোমাকে দেখতে পেতাম।

একই ছাদের তলায়

দেখা হত প্রতিদিন

দিনরাত্তির সব সময়

দিনরাত্তির দিনরাত্তির……।

Leave a Reply

0 Comments
scroll to top