আনন্দ সংবাদ লাইভ :আজকের দিনে আমাদের প্রত্যেকের বড় সম্পদ মোবাইল।মোবাইলেই থাকে আমাদের সব তথ্য,সব গুরুত্বপূর্ণ নথি।আর সেই মোবাইল যখন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়,তাহলে আমাদের মাথায় হাত পড়ে যায়।এখন আর একদম ঘাবড়াবেন না,এসে গেছে মোবাইল চৌকিদার ATMT Pro ।
জিওসি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পুজা উদ্যোগ আজ কলকাতায় প্রকাশ করল এই নতুন মোবাইল এপ্লিকেশনটি যার নাম অ্যান্টি থেফট ট্র্যাকার(ATMT Pro)।এটির মাধ্যমে মহিলা সুরক্ষা ও ফোন চুরি রোধ করা যাবে।এই এপ্লিকেশনে ১৬ রকমের সুবিধে পাবে উপভোক্তারা।কোনো মহিলা যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে পাওয়ারের কি বাটনটি চারবার ক্লিক করলেই এমার্জেন্সি দুটি নম্বরে ছবি ও লোকেশন চলে আসবে।তেমনি মোবাইল চুরি হয়ে গেলেও ছবি ও লোকেশন চলে আসবে।এই এপ্লিকেশনটি সম্পূর্ণ ভারতীয় এপ্লিকেশন।
বছরে একবার মাত্র নবীকরন করে এই পরিষেবা উপভোগ করতে পারবেন উপভোক্তারা।মাত্র ৪৫০টাকার বিনিময়ে এই পরিষেবা পাবেন উপভোক্তাগণ।
মোবাইল এপ্লিকেশনটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধার দীপঙ্কর ঘরামি, ডিস্ট্রিবিউটর প্রদীপ বসাক, অভিজিৎ বেলেকার।সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৃথ্বীরাজ সেন।