Close

মুজিবরের শতবার্ষিকীতে মায়ের দেশে দেবজ্যোতি মিশ্রের মেমোরিয়াল অর্কেস্ট্রা

নিজস্ব প্রতিনিধি:শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে পৃথিবীর নানা দেশে।বিশেষ ভাবে তাঁর নিজের দেশ বাংলাদেশে এবং ভারতবর্ষেও।আগামী ১৭ ই মার্চ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হবে এক বিশেষ অনুষ্ঠান যেখানে এক মেমোরিয়াল অর্কেস্ট্রাল স্কোর নিয়ে হাজির হচ্ছেন দেবজ্যোতি মিশ্র।

এতে দুই বাংলার শিল্পীরাই অংশগ্রহণ করবেন।দেবজ্যোতি বললেন,” মুজিবুর রহমান এই নামটার সাথে সেই ছেলেবেলা থেকে পরিচয়।মুক্তি যুদ্ধের খবর আসতো রেডিওতে।দেবদুলাল বন্দোপাধ্যায় খবর পড়তেন।সারা পাড়ায় রেডিও চলতো।বাড়িতে মা,বাবা,ঠাকুমা সবাই রেডিওর সামনে বসে থাকতাম।সেই সব ফেলে আসা দিন গুলো মনে পড়ে।সেই থমথমে দিন গুলো মনে পড়ে,শোনো একটি মুজিবরের থেকে সেই গান অনেক স্মৃতি উস্কে দেয়। তখনকার পূর্ববঙ্গ আমার মায়ের,বাবার দেশ।ভাবলেই একটা আবেগ কাজ করে।আর মুজিবর যিনি নাকি সেই বাংলাদেশ এর রূপকার তাঁর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আমি,আমার ভারত-বাংলাদেশের মিউশিয়ান বন্ধুদের নিয়ে পারফর্ম করব এটা ভেবেই গর্ব হচ্ছে।”

এখান থেকে স্ট্রিং সেকশন যেমন ভায়োলিন,চেলো,ভিওলা,কন্ট্রাভাস এবং আরো মিউজিশিয়ান যাচ্ছেন,বাংলাদেশের অনেক বিশিষ্ট মিউজিশিয়ানরা রয়েছেন,সব মিলিয়ে ১৫০ জন মিউজিশিয়ান সাথে বেশ বড় একটা কয়্যার থাকছে।দেবজ্যোতি বললেন,”সব মিলিয়ে আমি বেশ আবেগাপ্লুত।মাতৃভাষা,মায়ের দেশ,তাঁর সেখানে কাটানো কৈশরকে আমার তরফ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি জানাব।”

Leave a Reply

0 Comments
scroll to top