নিজস্ব প্রতিনিধি:উৎসব মরশুমের প্রাক মুহুর্তে ‘রাগা মিউজিক’ থেকে মুক্তি পেল গায়ক অমিতবন্ধু ঘোষ-এর দুটো গানের সঙ্কলন ‘মা এলো ঘরে’।
আজ ‘কোলকাতা প্রেস ক্লাব’-এ সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, রাগা মিউজিক-এর অন্যতম নির্দেশক প্রেমকুমার গুপ্তা ও গায়ক অমিতবন্ধু ঘোষ-এর উপস্থিতিতে এক নাতিদীর্ঘ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুজোর গান রূপে উন্মোচিত হল ‘মা এলো ঘরে’ নামাঙ্কিত এক কমপ্যাক্ট ডিস্ক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাপস রায় বহুল প্রচলিত এক উদ্ধৃতি স্মরণ করে যেমন বলেছেন, “যিনি ফুল, শিশু ও গান ভালোবাসেন না তিনি আর যাইহোক মানুষ নন।”
তেমন ভাবে সৌগত রায় বলেছেন, “উৎসবের মরশুমে এই ধরণের আগমনী মূলক গান পশ্চিমবঙ্গের জনগণকে নিঃসন্দেহে আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।”
রাগা মিউজিক-এর তরফ থেকে জানানো হয়েছে, “মা এলেন ঘরে নামাঙ্কিত মিউজিক ভিডিও-তে রয়েছে ‘মা এলো ঘরে’ এবং ‘বাংলা আমার ছেলেবেলা’ শীর্ষক দু দুটো গান।”
অপর পক্ষে গায়ক অমিতবন্ধু ঘোষ বলেছেন, “গান দুটো সঙ্গীত প্রেমীদের আনন্দ দিতে পারলেই আমার শ্রম স্বার্থক হবে।”