নিজস্ব প্রতিবেদক:দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চলেছে ‘পুতুল নাচের ইতিকথা’ (Putul Nacher Itikatha ) বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। আগামী ১ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। পর্দায় ফুটে উঠবে কুসুম, শশী ও কুমুদের জীবন কাহিনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘পুতুলনাচের ইতিকথা’র ট্রেলার মুক্তি পেয়েছে।

ছবিতে দেখতে পাওয়া যাবে কুসুম, শশী এবং কুমুদদের জীবন কাহিনি। এতদিন যে চরিত্রগুলি বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল। এবার সিনেপ্রেমীরা মুখিয়ে রয়েছেন তাদেরকে পর্দায় দেখার জন্য। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে অনন্যা চট্টোপাধ্যায়কে। গুটি বসন্তে আক্রান্ত সে। ব্যস ওইটুকুই। তাঁকে ট্রেলারে আর সেভাবে দেখানো হয়নি। দেখা গেল গ্রাম বাংলার সেই রূপ। সম্পর্কের টানাপোড়েন। সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি তুলে ধরা হয়েছে ট্রেলারের প্রথম ঝলকে। এককথায় জীবনের নানা অবস্থায় বদ্ধ থেকে মুক্ত হওয়া কাহিনী ফুটে উঠবে। এরপরেই কিছু কিছু ঝলক ফুটে উঠেছে যেখানে দেখা গিয়েছে আবির এবং পরমব্রতর বন্ধুত্ব, ব্যর্থ প্রেমের কথা, জয়া এবং আবিরের ভালোবাসার কাহিনি।

শহুরে জীবনের হাতছানি এড়িয়ে গ্রামে ডাক্তারি করার আক্ষেপ কুরে কুরে খায় শশীকে। মনে লুকিয়ে রয়েছে বিদেশে গিয়ে চিকিৎসা করার ইচ্ছাও। কিন্তু সব ইচ্ছা মনের মধ্যে জমিয়ে রেখেছে সে। ইচ্ছাপূরণ আর হচ্ছে না। এই চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে শশী চরিত্রের রয়েছে বিশেষ গুরুত্ব। কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ও কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।ছবিটি প্রযোজনায় ক্যালাইডোস্কোপ।সম্প্রতি ছবির সাংবাদিক সম্মেলন হয়ে গেল ভারতীয় জাদুঘরে।উপস্থিত ছিলেন ছবির পরিচালক সুমন মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান,ধৃতিমান চট্টোপাধ্যায়,অনন্যা চট্টোপাধ্যায় প্রমুখ।
