Close

মা হওয়ার পর প্রথম জনসমক্ষে এলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

নিজস্ব প্রতিনিধি:মা হওয়ার পর আজ প্রথম জনসমক্ষে এলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।কলকাতার ভবানীপুরে ১১এ অ্যালেনবি রোড,শ্রীপল্লীতে আজ উদ্বোধন হয়ে গেল ,’মনসুন স্যালন’-এর।

আর সেই গ্র্যান্ড উদ্বোধনে ধূসর রঙা ওয়ান শোল্ডার গাউনে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নুসরত জাহান।মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি।স্বাভাবিক ভাবে নুসরতের উপস্থিতি ঘিরে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।আর মা হওয়ার পর সুন্দরী নুসরত যেন আরো বেশি সুন্দরী হয়ে উঠেছেন।

অভিনেত্রী জানান,”আমি ও বেবি ভালো আছি।” বেবির ডাক নাম নিয়ে বললেন,”বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে।আমি ঈশানু নামে ডাকি।”


তিনি আরো জানান,”,আমার জীবনের সবটাই পাল্টে গেছে।ঈশানকে(বেবির নাম) নিয়ে সারাটা দিন কাটছে।” ডায়েট নিয়ে তিনি জানালেন এই মুহূর্তে তিনি একদমই ডায়েট করছেন না।তিনি আরো জানান,”যশ এবং আমার দারুন সময় কাটছে।”

কিন্তু এতো তাড়াতাড়ি কাজে ফিরলেন এ প্রসঙ্গে তাঁর উত্তর,”আমার নিজের প্রতি এবং সকলের প্রতি দ্বায়িত্ব আছে তাই কাজে ফিরতেই হবে।”
তাঁর সংসদীয় এলাকা বসিরহাটের মানুষজনের কথাও উল্লেখ করেন।

Leave a Reply

0 Comments
scroll to top