Close

মানুষের পাশে

নিজস্ব প্রতিনিধি:রায়দিঘি থানার মথুরাপুর -২ ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের আড্ডি পয়লা নম্বরে ” ইয়াস ” দুর্গত অধিবাসীদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিল , খাড়ী – মন্ডলপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন
” বিভূতি “।
এই সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন প্রীতম কুমার হালদার,দীপঙ্কর মন্ডল,মিঠুন পাল,দেবব্রত হালদার,অয়ন মন্ডল,অনুপমা পিয়াদা,বাসুদেব মন্ডল,শ্রীদাম ভান্ডারী,তুফান হালদার,তুহিন হালদার,দুধকুমার গায়েন,গৌতম নস্কর,গৌরাঙ্গ ময়রা,অভিজিত সরকার ও সহদেব সামন্ত।

Leave a Reply

0 Comments
scroll to top