আনন্দ সংবাদ লাইভ:একদিকে করোনা আর অন্যদিকে আমফান এর দাপটে বিপর্যস্ত গোটা বাংলা। অসহায় সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষ। আর এই সকল মানুষদের মুখে এবার খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ড্যাফোডিল ইনকর্পোরেট। আজ উ:২৪ পরগনার দোলতলা পুলিশ লাইন এর সহযোগিতায় বারাসত স্টেশনের ৫নং প্ল্যাটফর্ম ও কাছারি ময়দান সংলগ্ন এলাকায় প্রায় ৮০ জন নিরন্ন মানুষদের হাতে খাবার তুলে দেন সংস্থার কর্ণধার রুদ্র সেন ও সহযোগি আসগর আলী। সঙ্গে ছিলেন দোলতলা পুলিশ লাইনের DSP AP শ্রী অলোক অধিকারী মহাশয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান সংস্থার কর্ণধার রুদ্র সেন।