আনন্দ সংবাদ লাইভ :মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সাফল্যের জোয়ার আল-আমীন মিশনে।মিশনের প্রথম ও রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করলো মহম্মদ তালহা।তার প্রাপ্ত নম্বর ৪৯৪।অর্থাৎ ৯৯.৬%।রাজ্যে সপ্তম স্থান অধিকার করলো সায়মা সুলতানা।তার প্রাপ্ত নম্বর ৪৯৩।অর্থাৎ ৯৮.৬%।মিশনের ২৬ টি শাখায় মোট পরীক্ষার্থী ছিল ২১৫৫ জন।৯০%থেকে ১০০% মধ্যে পেয়েছে ৯৪০ জন।৮০%থেকে ৮৯% নম্বর পেয়েছে ১০৪১জন।৭০থেকে ৭৯% পেয়েছে ১৫৬ জন।৬০ থেকে ৬৯ শতাংশ পেয়েছে ১৭ জন।এ বছর উচ্চ-মাধ্যমিকে সম্ভাব্য প্রথম ২০-র তালিকায় মিশনের ৭৭ জন কৃতী জায়গা করে নিয়েছে।এ-বছর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেডিকেলে কোচিং-এর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলো মিশন।উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৮০% নম্বর থাকলে তবেই মেডিকেলে কোচিং-এর আবেদন করতে পারবে।আবেদন করতে হবে অনলাইনে।আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই২০২০,বৃহস্পতিবার পর্যন্ত।মেধাতালিকা তৈরি হবে মাধ্যমিকের ইংরেজি সহ বিজ্ঞান বিভাগে প্রাপ্ত নম্বরের সঙ্গে উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের সমন্বয়ে।আবেদনের জন্য ওয়েবসাইট:
www.alameenmission.org